নয়াদেশ রিপোর্ট॥ ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার।
সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। বেলা ১১টার দিকে শুনানি শেষে আদালত নির্দেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের ভাষ্য অনুযায়ী, এ আদেশের ফলে বগুড়া–২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মান্নার আর কোনো আইনি জটিলতা নেই।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার এবং সিআইবি প্রতিবেদন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। শুনানি শেষে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। পরে তিনি চেম্বার জজ আদালতে আপিল করেন।
গতকাল রোববার সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তবে ওই দিন আদালত কোনো আদেশ না দিয়ে আজ সোমবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে চেম্বার আদালত মান্নার পক্ষে নির্দেশনা দেন।
মন্তব্য করুন