নয়াদেশ রিপোর্ট॥ দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার তৃতীয় দিনেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য সাজানো রুমে বসেন তারেক রহমান। দুপুর ১টা ৪৮ মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
গুলশান কার্যালয়ের পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন