নয়াদেশ রিপোর্ট॥ একটি গোষ্ঠী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন।
স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাস জমির ব্যবস্থা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বাড়ানোর অঙ্গীকার করেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় চালু থাকবে কৃষি কার্ড। বেকারত্ব নিরসনে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেছেন, গত ১৫ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, কেড়ে নেওয়া হয়েছিল মতপ্রকাশের স্বাধীনতা। অভিযোগ করে তিনি বলেন, আসন্ন নির্বাচন নিয়েও ষড়যন্ত্র থেমে নেই। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি তাহাজ্জুদের নামাজ আদায়ের পর কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণ শেষ না হওয়া পর%8
মন্তব্য করুন