কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই আদেশে মোবাশ্বের আলমই এবার আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করবেন।
২০০৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যও তিনি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে। মোবাশ্বের আলম দলীয় প্রত্যয়নপত্র ছাড়া মনোনয়নপত্র জমা দিলে তা যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।
এদিকে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্রকে দ্বৈত নাগরিকত্ব লুকানোর অভিযোগে বাতিল করা হয়। এর পরই মোবাশ্বের আলমকে বিএনপি চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে দলীয় চিঠি প্রদান করে। তারপর তিনি হাইকোর্টে রিট করেন এবং আদালত রবিবার তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানিয়েছেন, হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপি জমা দিলে আজ বিকেলের মধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি কখনো দলের বাইরে যাব না। কুমিল্লা-১০ আসন মূলত ধানের শীষের ঘাঁটি। ইনশা আল্লাহ, বিপুল ভোটে বিজয়ী হব। আজই প্রচার কার্যক্রম শুরু করতে পারব।”
এর আগে ২১ জানুয়ারি ছয়জন প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা ও চাঁদপুরের ১৪ জন প্রার্থী।
মন্তব্য করুন