নয়াদেশ রিপোর্ট॥ রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)কে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের পর সন্দেহের জেরে তার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। সেখানে আত্মগোপনে ছিল আয়েশা। তার স্বামী রাব্বীকেও একইসঙ্গে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রাব্বীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে ঢাকায় আসছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য জানা যাবে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা নিজেদের বাসায় খুন হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে আয়েশা লিফটে উঠে ফ্ল্যাটে যায় এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক ও কাঁধে ব্যাগ নিয়ে বের হয়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মেয়ে নাফিসার বাবার অভিযোগ, হত্যাকাণ্ডের চার দিন আগে ওই নারী গৃহকর্মীর কাজ শুরু করেন। পুরো সময়ই তিনি এমনভাবে মুখ ঢেকে চলাফেরা করেন যে বাসার সদস্য লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল ছাড়া কেউ তার মুখ দেখেনি।
সে কারণে আসামিকে গ্রেপ্তারে বেশ বেগ পেতে হয়েছে বলে জানায় পুলিশ।
মন্তব্য করুন