নয়াদেশ রিপোর্ট॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশে অর্থনীতির প্রাণ হলো কৃষি। এই ২০ কোটি মানুষ যে খবার খাচ্ছে এর বিশাল অংশ কৃষকরা উৎপাদন করছে। দেশে কিন্তু কয়েক স্তরের কৃষক আছে। আমাদের লক্ষ্য প্রান্তিক কৃষকের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা। রাজনৈতিক দল হিসেবে জনগণ আমাদের কাছে কথার ফুলঝুরি পছন্দ করে না। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে কীভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তন অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষা খাতের পরিকল্পনার বিষয়ে তারেক রহমান বলেছেন, ‘স্কুলে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা নিজেরাই ঠিক করবে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরো একটি ভাষা শিখতে হবে। তরুণদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর পরিকল্পনাও ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩ লাখের মতো মসজিদ আছে। মসজিদগুলোতে যে ইমাম-মুয়াজ্জিন সাহেবরা আছেন তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ২০০১-২০০৫ সালে কীভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিল সেই প্রমাণ আছে। এটা আমাদের কথা না, এটা একটা ইনডিপেনডেন্ট সংস্থার কথা।
দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তীত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশটাকে আমরা উন্নত করতে পারবো, যখন আমরা সকলকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে হাত দেবো। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে, আরেকজনকে বাইরে রেখে আমরা দশে গড়তে পারবো না।’
তিনি বলেন, দেশের অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষত মা তৈরির কাজ শুরু করে গিয়েছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সরকার শুধু শিক্ষিত মা-ই নয়, শিক্ষিত মায়ের সাথে সাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। এটা করলে ধীরে ধীরে পরিবার থেকে দেশকে সাবলম্বী করতে পারবো।
মন্তব্য করুন