নয়াদেশ রিপোর্ট॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার একদিন পর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) দায়িত্ব পালন শুরু করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে ডিউটি শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির
এরআগে সোমবার (১ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার।
এতে করে তার নিরাপত্তা পাবে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)। প্রয়োজনে তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরাও এসএসএফ সুরক্ষা পাবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন