আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনায় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছর পরীক্ষার হলে ৬টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছিল। একদিন পরই তাতে পরিবর্তন এনে আরও দুটি মডেল যুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন-প্রোগ্রামেবল আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
সেগুলো হলো— এফএক্স-১০০ এমএস, এফএক্স-৯৯১ ইএস, এফএক্স-৫৭০ এমএস, এফএক্স-৮২ এমএস, এফএক্স-৯৯১ ইএক্স ও এফএক্স-৯৯১ এমএস।
মন্তব্য করুন