২৭ নভেম্বর হলি আর্টিসান মামলার রায় NayaDesh NayaDesh প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার (১৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ দিন ধার্য করেন। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন। এরআগে, রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শোনেন বিচারক। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে বিদেশি নাগরিক ও ২ পুলিশসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় পরে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে। ২০১৮ সালের ২৩ জুলাই আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। একই বছর ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকার্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়। SHARES আইন আদালত বিষয়: