১-০ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২১ নয়াদেশ ডেস্ক রিপোর্ট॥ কোপা আমেরিকার বহুল কাঙ্ক্ষিত ফাইনাল। ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াইয়ে বুঁদ গোটা ফুটবল দুনিয়া। মারাকানার স্টেডিয়ামে মুখোমুখি দুই দলের ম্যাচে শুরুতে এগিয়ে গেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দলের ত্রাতা হয়ে এগিয়ে আসেন ডি মারিয়া। ম্যাচের ২২ মিনিটে ডি পলের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ২৯ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো আলবিসেলেস্তরা। এ যাত্রায় ডি মারিয়ার জোরালো শট রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা। ম্যাচের বাকি অংশে দুই দল সমানতালে লড়াই করে। তবে কোন গোলের দেখা পায়নি। এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল। এর আগে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই। SHARES খেলাধুলা বিষয়: