১৫ নভেম্বর ঢাকায় আসছেন ফুটবল তারকা লিওনেল মেসি NayaDesh NayaDesh প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯ ডেইলি নিউজ ডেস্ক রিপোর্ট॥ নয় বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নভেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার দল আর্জেন্টিনার। তার নেতৃত্বে আগামী ১৮ই নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। প্যারাগুয়ে ফুটবল টিমের অফিসিয়াল ফেসবুক পাতায় এই ম্যাচের ফিক্শচার প্রকাশ করা হয়েছে। এ অনুযায়ী, ১৫ই নবেম্বর প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার মধ্যেও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে সর্বশেষ ২০১১ সালের ৬ই সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। সূত্র : বিবিসি বাংলা SHARES জাতীয় বিষয়: