হাইকোর্টের দেয়া তদন্ত আদেশের বিরুদ্ধে আবেদন রাজারবাগ পীরের প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১ নয়াদেশ রিপোর্ট॥ রাজারবাগ দরবার শরিফের সমস্ত সম্পত্তির বিষয়ে তদন্ত করতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করছেন রাজাবাগের বর্তমান পীর দিল্লুর রহমান। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তিনি এ আবেদন করেন। এর আগে, রাজারবাগ দরবার শরিফ ও এর পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুকক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দরবার শরিফ বা পীরের অনুসারীদের কোনো অংশ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকেও নির্দেশ দেওয়া হয়েছে। দুটি তদন্তই ৬০ দিনের মধ্যে শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। হাইকোর্টের দেয়া ওই রুলের বিরুদ্ধেই এবার চেম্বার আদালতে আবেদন করছেন রাজাবাগের বর্তমান পীর দিল্লুর রহমান। SHARES আইন আদালত বিষয়: