স্পেনের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক।।  স্পেনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫ তম বার্ষিক শীর্ষ সম্মেলনে (কপ-২৫) এ যোগদানের উদ্দেশ্যে রোববার (০১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৭ ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে মাদ্রিদ তোরেজন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন স্পেন ও বিশ্ব পর্যটন সংস্থায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হাছান মাহমুদ খন্দকার।
সফরের দ্বিতীয়দিন সোমবার (০২ ডিসেম্বর) সকালে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে শেখ হাসিনার। এরপর দেশটির সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র ফিরিয়া দা মাদ্রিদে প্রধানমন্ত্রী ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে জেনারেল রাউন্ড টেবিল-এ অংশ নেবেন শেখ হাসিনা।
পরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের রাষ্ট্রপতি পেড্রো সানচেজের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সরকার ও সিভিল সোসাইটির মধ্যে একটি সংলাপে অংশ নেবেন। পরে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা এবং রানির দেওয়া অভ্যর্থনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯ টায় প্রধানমন্ত্রী বাংলাদেশের পথে রওয়ানা হবেন এবং ওই দিনই দিবাগত রাত পৌনে ১ টার সময় নিজ দেশে পৌঁছাবেন।