সিডিএর নতুন বোর্ড সদস্য হিসাবে নিয়োগ পেলেন এ্যাড. জিনাত সোহানা চৌধুরী প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ নয়াদেশ রিপোর্ট॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করেছে। গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোট চার জনকে সিডিএ বোর্ড সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত অন্যান্য বোর্ড সদস্যরা হলেন- জসিম উদ্দীন শাহ, স্থপতি আশিক ইমরান, মো. আলী শাহ, মো. ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ। জসিম উদ্দীন শাহ, স্থপতি আশিক ইমরান এর আগেও সিডিএর বোর্ড সদস্য ছিলেন। নতুনদের মধ্যে মো. ফারুক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। মো: আলী শাহ রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক। গত ৩০ অক্টোবর সিডিএর ৬ বোর্ড সদস্যের মেয়াদ শেষ হয়েছে। নারী নেত্রী এ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী সিডিএ বোর্ড সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জানশরীফ জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক জানশরীফ বার্তা’র সম্পাদক ও প্রকাশক মো:আতিকুর রহমান রুবেল। SHARES অপরাধ বিষয়: