সাংবাদিকের চোখে গুলি; অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।।   ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফটো সাংবাদিক মুয়াথ আমারনের চোখ গুলিবিদ্ধ হওয়ায় প্রতিবাদ অভিনব প্রতিবাদ করেছেন বিশ্বগণমাধ্যমকর্মীরা। প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনে দুই সংবাদ পাঠক এক চোখে ব্যান্ডেজ করে টেলিভিশনে খবর পড়তে দেখা গেছে। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ হয়।
খবরে জানানো হয়, শুক্রবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের পশ্চিম তীরে সুরিফ গ্রামে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ কভারেজ করছিলেন ৩৫ বছর বয়সী ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মুয়াথ আমারনে। গ্রাম দখল করার চেষ্টার প্রতিবাদে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন ওই গ্রামের বাসিন্দারা। এসময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি মুয়াথের বাম চোখে বিদ্ধ হন। পরে তাকে জেরুজালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনার পর ‘মুয়াথের চোখ’, ‘সত্যের চোখ’, এমন বিভিন্ন হ্যাশট্যাগে অনলাইনে এ হামলার প্রতিবাদ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে মুয়াথের ছবি, সে ছবিতে তার বাম চোখ থেকে রক্ত ঝড়ার দাগ দেখা গেছে।
ডাক্তাররা জানান, মুয়াথের বাম চোখ অপারেশন করে তা অপসারণ করেছে।
মুয়াথ জানায়, তিনি সাংবাদিকের স্পষ্ট আইডি কার্ড ও হেলমেট পরে এক পাশেই দাঁড়িয়ে ছিলেন। তখন হঠাৎ কিছু একটা জোরে এসে তার বাম চোখে আঘাত করে। তিনি প্রথমে ভেবেছিলেন হয়ত রাবার বুলেট বা পাথর হবে। তিনি আঘাত প্রাপ্ত চোখের ওপর হাত চেপে ধরে কিছুই দেখতে পাচ্ছিলেন না।সোমবার ‘ফিলিস্তিন টিভি’তে দুই সংবাদ পাঠককে বাম চোখে ব্যান্ডেজ করে খবর পড়তে দেখা গেছে। এছাড়া বিভিন্ন প্রখ্যাত সংবাদিক ও ফিলিস্তিনি কর্মীদের নিজেদের এক চোখ হাতে বা ব্যান্ডেজে ঢেকে রাখার ছবি আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের খবর কভারেজের সময় সংবাদকর্মীদের ওপর হামলা করে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার প্রতিবাদে এই অভিনব প্রতিবাদ সাংবাদিকদের।