সবুজবাগে অজ্ঞাত মহিলার পরিচয় মিলছে ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

নয়াদেশ রিপোর্ট॥ রাজধানীর সবুজবাগ থানা এলাকার ‍কুসুমবাগে পানি থেকে উদ্ধারকৃত অসনাক্তকৃত মৃত মহিলার পরিচয় উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ থানা। সেই সাথে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অজ্ঞাত মৃত মহিলার নাম মোছাঃ পলি। বয়স আনুমানিক ৩৫ বছর। সে বরিশাল জেলার গৌরনদী থানার বাদুরতলা গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ে। ১৬ জুন ২০২০ রাত ৮টার দিকে সবুজবাগ থানার কুসুমবাগ এলাকার সেলিমের বাড়ির নীচতলা থেকে অজ্ঞাত পলির মৃতদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। পলিকে হত্যার অভিযোগে মোঃ সাদা মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়।

হত্যাকান্ড সম্পর্কে সবুজবাগ জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান দৈনিক নয়াদেশকে বলেন, ১৬ জুন ২০২০ রাত ৮টার দিকে সবুজবাগ থানায় সংবাদ আসে কুসুমবাগ এলাকায় সেলিমের বাসার নীচতলায় দুর্গন্ধযুক্ত একটি ভাসমান মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সবুজবাগ থানার একটি টহল টিম। স্থানীয়দের সহায়তায় পানিতে উপুর হয়ে থাকা মৃতদেহটি উঠিয়ে দেখা যায় এটি একটি মহিলার মৃতদেহ। বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। কালো কাগড় দিয়ে মৃতদেহের হাত বাঁধা ও মুখমন্ডল পেচানো। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজি করেও মৃতদেহটির পরিচয় না পাওয়ায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা অজ্ঞাতনামা আসামীরা যেকোন সময় মৃতদেহটি গুম করার জন্য কুসুমবাগের ঐ বাসার নীচতলায় পানিতে ফেলে চলে যায়।

সবুজবাগ জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান বলেন, এই হত্যাকান্ড সম্পর্কে ১৭ জুন সবুজবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলার রুজু করে। হত্যা মামলার তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ জুলাই ২০২০ গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুটিমারী এলাকা হতে হত্যার অভিযোগে সাদা মিয়াকে গ্রেফতার করা হয়।

রাশেদ হাসান আরো বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে বলেন, গ্রেফতারকৃত সাদা মিয়া পেশায় একজন সিএনজি চালক। সে কুসুমবাগে সেলিমের বাসায় ভাড়া থাকতেন। সাদা মিয়া পলিকে ১৩ জুন সন্ধ্যায় তার বাসায় অনৈতিক কাজের জন্য আনলে এক পর্যায়ে বাদানুবাদে পলিকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর সাদা মিয়া তার বাসার ঘাটের নিচে পলির মৃতদেহ লুকিয়ে রাখে। লাশ গুম করার জন্য সুযোগ বুঝে রাত সাড়ে ৩ টার দিকে সেলিমের বাসার আন্ডারগ্রাউন্ডের পানিতে পলির হাত বেধে ও মুখ কাপড় দিয়ে পেচিয়ে ফেলে চলে যায়।
গ্রেফতারকৃত সাদা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সবুজবাগ জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান।