সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বহিষ্কার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

নয়াদেশ রিপোর্ট ।।   আওয়ামী লীগের সংসদ সদস্যের বিরুদ্ধে দুদক বা এনবিআরের অভিযোগ প্রমাণিত হলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের আরও বলেন, দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পর্যায় যখন আসবে তখন ঠিকই ব্যবস্থা নিব। অভিযোগ এসেছে, অভিযোগটা চার্জশিটে চলে যাবে, অভিযোগটা প্রমাণ হবে, যখন তার দণ্ড হবে, তখন দণ্ডপ্রাপ্তকে আমরা দল থেকে বহিষ্কার করবো। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগে তাকে কীভাবে শাস্তি দেবেন? যে অভিযোগ এসেছে, সেটাতো পুরোপুরি সত্য নাও হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এতে দলে দলের ভাবমূর্তি খারাপ হবে বলে আমি মনে করি না। এতে করে সরকারের সৎ সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে। বরং ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে।

একজন সংরক্ষিত নারী আসনের সাংসদের পরীক্ষায় জালিয়াতি বিষয়ে বলেন, সেটাতো দলীয় ব্যাপার। দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিং এ বিষয়টি আলোচনা হবে।