শেষ ইচ্ছা পূরণ হলোনা খোকার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

নয়াদেশ রিপোর্ট।।   শেষ ইচ্ছা ছিল মৃত্যু যেন হয় দেশের মাটিতে। কিন্তু ইচ্ছা পূরণ হলোনা বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের টানা ১০ বছরের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) বাংলাদেশ সময় সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, গত রোববার (২ নভেম্বর) রাজধানীতে এক দোয়া মাহফিলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোকার ইচ্ছার কথা জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান সাদেক হোসেন খোকাকে দেশে আনার। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দৃষ্টিগোচর হলে রোববারই সকল প্রক্রিয়া শুরুর কথা জানান। কিন্তু সে সময়টুকুও পেলেনা স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনা।

উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে স্বপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে ক্যান্সারের চিকিৎসা নিতে থাকেন।