শাহানাজ শাহীন-এর কবিতা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

আমার দিন কাটিল তাঁহার সনে

আজ সারাবেলা কাটিয়েছি রবির সনে
তাঁর গান আর কাব্যের তরে ,
এই শত বছরের পুরনো কবির সাথে,
ছিল আমার ঈর্ষা, ছিল রাগ অভিমান
যুগ যুগ ধরে তাঁর তপস্যা, তাঁর বন্দনা।
জগতের সকল প্রশংসা কেবল তাঁর চরণে
আমি অন্বেশনের তপ্ত জলে ঝাঁপ দিলাম ,
সবটুকু দিয়ে সে জলে পড়ে রইলাম
তলাবিহিন জলে আমি ডুবে যাচ্ছিলাম ।
দেখলাম কি নগণ্য, ক্ষুদ্র সেখানে আমি
রবি হাসলেন আমার স্পর্ধা দেখে,
তাঁর অন্তর চোখ, ত্রীব দৃষ্টি অদৃশ্য জগত
ভেদ করে তিনি এলেন আমার আঁধারে ।
তাঁর যাদুমাখা কথা, সুর
আমাকে চুরমার করে দিলেন,
ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন ।
অদৃশ্য করাত দিয়ে পিশে দিলেন
আমি মিশে গেলাম তাঁর সূরে, গানে, ছন্দে
কেটে গেল পুরো দিন,সন্ধ্যা।
ভূলে গেলাম খাওয়া নাওয়া
রবি আমার ঈর্ষার কথা শুনবে?
আসলে ঈর্ষা নয়, ছিল ভয়
যদি ছন্দে ডুবে সুরে মর্জি।
আমি যে ধার করা ভাবে
বসত গড়তে চাইনি ,
আমি আমার মতোই হতে চেয়েছি ।
তাই দূরে সরে নির্জনে থেকেছি
কিন্তু আজ সব শেষ হলো ,
সব তুচ্ছ করে আমি হাটুগেড়ে প্রণাম করলাম
সেই আমলের বাবার মতো আমি বললাম ।
” বড় ঠাকুর আমার ভালোবাসা রয়ে গেল
আপনার গৃহে ”
আপনি বললেন আমার ব্যথা
তোমায় হেথায় আনিয়াছে,
তুমি বেদনায় শয্যাপাত নারী ।
একাকিত্বকে আলিঙ্গন কর
তার ললাটে চুম্বন কর, তাকে ভালবাসা
সময় তোমায় রাখবে প্রাণে প্রাণে নয়নে নয়নে ॥