শাহাজাদা বসুনিয়া’র কবিতা প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ দুষ্পাঠ্য ভাবনা তুমি কে ? কে তুমি ? উত্তরে বলি তুমি নও-যাকে আমি ভাবি। যার হাত ধরে হাঁটি পুস্পকাননে উড়িয়ে আঁচল সে হাঁটে, বুক তার খোলা তার অপঙ্গ দেহ অনবরত মনে দেয় দোলা। বৈষ্ণব পদাবলীর উপমা-উৎপ্রেক্ষার মতো খুঁজি আমি তাকে রাধিকা প্রেমে। মেঘবর্ণ কালো কেশ নিতম্বে আঁছড়ে পড়ে, শরৎকালের নির্মেঘ আকাশে চাঁদের সে ফালি, তার স্নিগ্ধ সৌরভ নাকে লাগে। মাজা ধরে হাঁটি-আমি যাকে ভাবি। কোমর সরু, নিতম্ব সুডোল ও ভারি। তুমি কে ? কে তুমি ? উত্তরে বলি, আমি যাকে ভালবাসি। শরীরে তার নীলাম্বরী শাড়ি এলো চুল দোল খায় পীঠের ওপর, মুখে তার সুগন্ধি চন্দন, গালের ওপর ফুলের রেণু চকচক করে, রতিসুখ লাভে মরিয়া হয়ে ওঠে প্রাণ সে কে ? কে সে ? হাঁটে শুধু মনের পদ্মদিঘির ধারে উত্তরে বলি-তাকে ভালবাসি, সে প্রাণের প্রাণ। SHARES কবিতা বিষয়: