রাঙ্গার বিরুদ্ধে মামলা NayaDesh NayaDesh প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে। শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা সদরে আমলী আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন। সম্প্রতি বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনাসভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করেন রাঙ্গা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সমালোচনা করেন তিনি। নূর হোসেনকে ‘ইয়াবাখোর- ফেনসিডিলখোর’ বলেও মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা। উল্লেখ্য, রাঙ্গার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারাদেশে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে গত মঙ্গলবার (১২ নভেম্বর) বক্তব্যের জন্যে ক্ষমা চান রাঙ্গা। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনেও তিনি ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন। SHARES জাতীয় বিষয়: