সুরেশ্বর দরবার শরীফে ঝাঁকজমকপূর্ণ ভাবে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ নয়াদেশ রিপোর্ট॥ শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে অত্যান্ত ঝাঁকজমকপূর্ন ভাবে ১৪৯ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। পীরে কামেল মহান আল্লাহর অলি সাইয়েদ আহমদ আলী ওরফে জানশরীফ শাহ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত এই দরবার শরীফে প্রতি বছর বাংলা ১৭,১৮,১৯ ও ২০ শে মাঘ চারদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ১৪৯ তম পবিত্র ওরশ অনুষ্ঠিত হল। গত মঙ্গলবার উদ্বোধনী আলোচনা, দোয়া ও মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ওরশের ১৯ শে মাঘ খুবই গুরুত্বপুর্ন দিবস। এদিনে মাগরিবের নামাজের পরপরই পবিএ আশা মুবারক মাজার শরীফে আনা হয় তখন হাজার হাজার ভক্ত মুরিদানের আল্লাহু জিকির ও জানুবাবা জানুবাবা ডাকে পুরো দরবার শরীফের আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। আশা মুবারক মাজারে নেয়ার সময় সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা ও আদি পীর সাইয়্যেদ আহমদ আলী ওরফে জানশরীফ শাহ সুরেশ্বরীর আওলাদগনের মধ্যে উপস্থিত ছিলেন সাইয়্যেদ কামাল নুরী, সাইয়্যেদ বেল্লাল নুরী , সাইয়্যেদ ইকবাল নুরী, আশেক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের সভাপতি সাইয়্যেদ আলম নুরী আল সুরেশ্বরী, শাহিন নূরী এবং অদিত শাহ নূরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক জানশরীফ বার্তা’র সম্পাদক ও প্রকাশক মো:আতিকুর রহমান রুবেল। SHARES জাতীয় বিষয়: