শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ NayaDesh NayaDesh প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০১৯ ফাইল ছবি ডেইলি নিউজ রিপোর্ট॥ আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আর এই রাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সোমবার (২২ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অধ্যাদেশের অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন। তিনি নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। SHARES আইন আদালত বিষয়: