লস এঞ্জেলসে ২০ হাজার স্কয়ার ফুটের বাড়ি কিনলেন নিক-প্রিয়াঙ্কা! NayaDesh NayaDesh প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নয়াদেশ বিনোদন ডেস্ক।। অবশেষে লস এঞ্জেলসে একটি নতুন বাড়ি কিনেই ফেললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক নিক জোনাস। আর নতুন এ বাড়িটির জন্য তাদের খরচ করতে হয়েছে ২০ মিলিয়ন অর্থাৎ মার্কিন ডলার। নিক-প্রিয়াঙ্কার ২০ হাজার স্কয়ার ফুটের ওই বাড়িতে রয়েছে ৭টি বেড রুম ও ১১টি বাথরুম। ভগ-এর ফটোশ্যুটের সময় লস এঞ্জেলসের নতুন বাড়ির কথা অনেকটাই প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, সারাদিন পর বাড়িতে ঢুকলে, সারা দিনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। বাড়ির মধ্যে নিজের মানুষদের দেখলে তখন আর কোনও চিন্তাভাবনা থাকে না।উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সাথে বিয়ে হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে তাঁদের বিয়ের কাজ সম্পন্ন হয় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে। উমেদ ভবনে রাজকীয় বিয়ের পরই দিল্লিতে ফেরেন এই কাপল। দিল্লিতে ফেরার পর প্রথম রিসেপশনে বসে নিক-প্রিয়াঙ্কা। সেখানে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরপর তিনটি রিসেপশন শেষে চলে যান প্রিয়াংকা-নিকি। সেখানে জোনাস পরিবারের সাথে ক্রিসমাস কাটিয়ে সুইজারল্যান্ডে পাড়ি দেন নিক জোনাস দম্পতি। SHARES বিনোদন বিষয়: