রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে আহ্নবান বান কি মুন’র NayaDesh NayaDesh প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯ জ্যেষ্ঠ প্রতিবেদক ।। রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক উল্লেখ করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমার সরকার সেখানে এমন পরিবেশ সৃষ্টি করুক যাতে রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে সাহস পায়। শনিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্নবান জানান। বান কি মুন বলেন, ‘আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক সমাধান দরকার। তবে এক্ষেত্রে মিয়ানমারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বান কি মুন বলেন, তিনি গত ৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে কক্সবাজারে যান। সেখানে ১১ লাখ মানুষ অল্প জায়গায় দুর্বিষহভাবে যেভাবে বসবাস করছে সে অবস্থা দেখে তিনি দুঃখ পেয়েছেন। এ সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই বিশ্বের অন্য দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: