রুহেদ হত্যা: মার্কেটের আন্ডার গ্রাউন্ড থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ সুনামগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩০ অক্টোবর) ভোরে সিলেটের মদিনা মার্কেটের আন্ডার গ্রাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯-এর সদস্যরা। ভোরেই তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দিরাই থানার ওসি মো. আজিজুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলায় আসামি প্রদীপ রায়কে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহাল নিয়ে প্রদীপ রায়ের গ্রুপের লোকজনের সঙ্গে রুহেদ মিয়ার লোকজনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুহেদ নিহত হন। এ ঘটনায় নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদী হয়ে গত ২২ অক্টোবর দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে প্রধান করে ৭৩ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা করেন। SHARES জাতীয় বিষয়: