রুবিনা ইসতিয়াক রুবি’র ২টি কবিতা NayaDesh NayaDesh প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯ করো তুমি রঙ্গ মনের সুখে কাছে এনে করো না কো মজা তোমার মজায় আমি না হয় হয়ে গেলাম তাজা। তাজা শরীরের তোমার কাছে আমি যাবো পরে এখন তুমি তোমার মতো কাজটা নাও তো সেরে। দেরি হলে কষ্ট পাবে তোমার মনের ঘরে আমি কি গো পারবো বলো তোমায় দিতে সেরে। তার চেয়ে এগিয়ে চলো দেখো না কো ফিরে তোমার মনের ঘরটাকে মজায় নাও না ঘিরে। মজায় মজায় ভরিয়ে তুলো তোমার সারা অঙ্গ আমি না হয় দূর থেকে দেখবো তোমার রঙ্গ। রসের বন্ধু বন্ধু আমার রস বিলাতে থাকে ব্যাস্ত হয়ে রসের জুড়ি খুললে তাহার বেলুন যায় উড়িয়ে। বন্ধুর আমার সঙ্গী সাথী আছে অনেক জন তাদের সঙ্গ ছাড়তে বন্ধু মন চায় না তখন। রসের জুড়ি খুলে গেলে শেষ হতে না চায় তখন বন্ধুর মনের ঘরে ফিরে না তো চায়। বন্ধু আমার রসের মাঝে সব হারাতে চায় পিছন ফিরে দেখে বন্ধু সময় করেনা ব্যয়। SHARES কবিতা বিষয়: