যানবাহনের ফিটনেস নাই ; তেল-গ্যাস নাই NayaDesh NayaDesh প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ নয়াদেশ রিপোর্ট ।। ফিটনেসবিহীন প্রায় চার লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়ে যানবাহনের ফিটনেস এবং চালকদের লাইসেন্স নবায়ন না থাকলে যানবাহন বা গাড়িতে জ্বালানি (তেল, গ্যাস ও পেট্রল) সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশটি সংশ্লিষ্টদের বাস্তবায়ন করতেও বলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেঁধে দেয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে এক প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এরআগে, গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করার নির্দেশ দেন হাইকোর্ট। এরও আগে ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের (সোমবার) মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়। SHARES আইন আদালত বিষয়: