মৌলভীবাজারে পুলিশি তদন্তের মানোন্নয়ন শীর্ষক কোর্স শুরু

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

তানিম আহমেদ, মৌলভীবাজার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশি তদন্তের মানোন্নয়ন শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য সপ্তাহব্যাপী এই কোর্সে শুরু হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী ‘তদন্তের মানোন্নয়ন কোর্সে’ অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের পিটি, প্যারেড, মামলা তদন্তের বিভিন্ন বিষয়, ক্রাইসিন ম্যানেজম্যান্ট, সাইবার ক্রাইম, সিডিআর অ্যানালাইসিস, ক্লুলেস হত্যা মামলা তদন্ত পদ্ধতি, মানবপাচার মামলার তদন্ত পদ্ধতি, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা প্রস্তুত, ওয়ারেন্ট কৌশল ও বিট পুলিশিং সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে।
মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক ক্যশৈনু জানান, এক সপ্তাহ মেয়াদি তদন্তের মানোন্নয়ন শীর্ষক কোর্সটি চলতি মাসের ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।