কাজ করছে একাধিক অক্সিজেন ব্যাংক

মৃত্যু কমেছে খুলনায় ॥  অক্সিজেন সংকট প্রবল

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

সৈয়দ তামিম হাসান, খুলনা থেকে॥ খুলনায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। যা গত কয়েকদিনের তুলনায় অনেক টায় কম।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যায়নি। এর আগে শুক্রবার খুলনাতে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত ৮ ও ৭ জুলাই ২২ জন, গত ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন ও উপসর্গ নিয়ে তিনজন মিলে মোট ৬জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ফুলতলা উপজেলার শামসুর রহমান (৫০), বাগেরহাটের মিঠা পুকুরপাড় এলাকার রওশন আরা (৬৫) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মো. মুজিবর রহমান (৬৫)। এছাড়া তিনজন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮ জন। যার মধ্যে রেড জোনে ১১৫ জন, ইয়ালো জোনে ৩৩ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের আহম্মদ আলী গোলদার (৭৫), দাকোপ উপজেলার পানখালী গ্রামের মোহাম্মদ আলী (৯০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাপাড়ার অনন্ত কুমার বিশ্বাস (৪০)। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৪ জন। তারমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন রূপসা উপজেলার নৈহাটি গ্রামের মো. হাসানুজ্জামান (৭০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। এরমধ্যে ৩৭জন পুরুষ ও ৩৯ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
এরই মধ্যে দেখা দিয়েছে অক্সিজেনের প্রবল সংকট। বেশির ভাগের মৃত্যু হচ্ছে অক্সিজেনের অভাবে। হাসপাতাল গুলোতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। খুলনার ৩ টি করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন সেবা দিচ্ছে খুলনা অক্সিজেন ব্যাংক। খুলনা মেডিক্যাল হাসপাতালে রয়েছে খুলনা অক্সিজেন ব্যাংকের ২৫ টির মত বড় অক্সিজেন সিলিন্ডার। চালু আছে বেশ কয়েকটি হটলাইন নাম্বার। যেখানে ফোন করলে অক্সিজেন মিলছে।খুলনা অক্সিজেন ব্যাংকে প্রায় ৪০ জন সেচ্ছাসেবক ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
এ তথ্য নিশ্চিত করছেন খুলনা অক্সিজেন ব্যাকের এডমিন জনাব সালাউদ্দিন সবুজ।
তিনি আরো বলেন, খুলনা জেলা সহ খুলনা বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায় কাজ করার পরিকল্পনা নিয়েছি। অচিরেই তা বাস্তবায়ন হবে।
খুলনা মহানগরের বাইরে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে গড়ে উঠেছে ছোট বড় অনেক অক্সিজেন ব্যাংক যার ফলে মৃত্যুর সংখ্যা কমবে বলে ধারনা বিশিষ্ট জনের।