মুক্তি পেয়েছে চমক তারার ‘রৌদ্র ছায়া’ প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২ আহমেদ সাব্বির রোমিও ॥ ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস। ইদানিং বাংলাদেশেও বেশ ঘটা করেই দিবসটি পালন করা হয়। বিভিন্ন সংগঠন, টেলিভিশন চ্যানেল গুলোতেও এই দিবসকে সামনে রেখে প্রচার করে বিশেষ অনুষ্ঠান, নাটক। এবারে মডেল-অভিনেত্রী চমক তারা’ও পিছিয়ে নেই! পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ১৪ তারিখ সন্ধ্যায় প্রচারিত হয়েছে ‘রৌদ্র ছায়া’ শিরোনামের নতুন একটি মিউজিক্যাল ফিল্ম। দর্শকরা মিউজিক্যাল ফিল্মটি দেখতে পাবেন চমক তারার নিজস্ব ইউটির চ্যানেলে। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসাবে দেখা যাবে সময়ের সাহসী লাস্যময়ী মডেল-অভিনেত্রী চমক তারাকে সাথে বরাবরের মতো জুটি বেধেছেন অভিনেতা শাহেন শাহ্। কাজী জামাল এর কথা ও সুরে রোমান্টিক ঘরানার এ গানটিতে কন্ঠ দিয়েছেন বেলী আফরোজ। ‘রৌদ্র ছায়া’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন প্রিন্স খান। সম্পাদনা করেছেন আশরাফুল আলম। পোষ্টার ডিজাইন আকতারুল আলম তিনু। চমক তারা বলেন, ‘রৌদ্র ছায়া’ এটি ভালবাসার গান, কক্সবাজার এর বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণের মাধ্যমে গানটির কাজ শেষ করেছি। আশা করি মিউজিক্যাল ফিল্ম টি সবার ভালো লাগবে। SHARES প্রচ্ছদ বিষয়: