মুক্তির আগেই সমস্যায় ‘মর্দানি -২

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

নয়াদেশ বিনোদন ডেস্ক।।  আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা মার্দানি-২ ছবির। রানি মুখোপাধ্যায় অভিনীত ও গোপী পুথরণ পরিচালিত ছবিটি মুক্তির আগেই সমস্যায় জর্জরিত।
অভিযোগ উঠেছে, চলচ্চিত্রটি শহরকে কলঙ্কিত করেছে। কোটা শহরের পটভূমিতে সাম্প্রতিক অপরাধের কাহিনি সাজানো হয়েছে এই ছবিতে। তাই কোটা পরিষদ সরণাপন্ন হয়েছে সেন্সর বোর্ডের।
সেন্সর বোর্ডের দ্বারস্থ হওয়ার আগে লোকসভার স্পিকার এবং এলাকার সাংসদ ওম বিড়লার কাছেও অভিযোগ জানিয়েছেন কোটা পরিষদের সদস্যরা। তারা কোটা পরিষদের পক্ষ থেকে সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জ্যোশী, ছবির প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক গোপী পুথরণ আর তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
কোটা পরিষদের আইনজীবীর দাবি, ছবি থেকে শহরের নাম বদলে দিতে হবে। বদলে ফেলতে হবে এ ছবিতে ব্যবহৃত শহরের ছবিও। এই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে। দাবি না মানা হলে ছবির মুক্তি আটকাতে আদালতে মামলা করা হবে।