মানুষহীন ভবনে ঝুলছে শোকের ব্যানার NayaDesh NayaDesh প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ পুরান ঢাকার চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশনে গত বুধবার রাত ১০টার আগ পর্যন্ত সেখানকার প্রতিটি ফ্ল্যাটে কম-বেশি মানুষ ছিল। কেউ রাতের খাবার শেষে বিশ্রাম নিচ্ছিলেন, কেউ টিভি দেখছিলেন, আবার কেউ অন্য কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন কেড়ে নিয়েছে সব। হাজী ওয়াদেহ ম্যানশন ছাড়াও পাশের আরও তিনটি ভবনের একই অবস্থা। আগুনে পুড়ে যাওয়া এসব ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আগুনে পোড়া ভবনের জিনিসপত্রগুলো থেকে খুঁজে খুঁজে অবশিষ্টাংশ বের করে নেওয়া হয়েছে। এখন আগুনে পোড়া ভবনটির বুকে পোড়া দাগ নিয়ে নির্বাক দাঁড়িয়ে আছে। SHARES জাতীয় বিষয়: