মাঝ আকাশে বিমানে পাইলটের মৃত্যু NayaDesh NayaDesh প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।। বিমান মাঝ আকাশে উড়ছে তার নির্দিষ্ট গতিতে। এরই মধ্যে পাইলট হার্ট অ্যাটাকে মারা যায়। এমনই ঘটনা ঘটেছে রাশিয়ায়। রোববার রাশিয়ার বিমান সংস্থা এরোফ্লোটের যাত্রীবাহী ফ্লাইট এসইউ১৫৪৬ বিমানটি পরিচালনার সময় মাঝ আকাশে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ তাদের প্রতিবেদনে প্রকাশ করে জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার সময় এরোফ্লোটের একটি বিমানের পাইলট হার্ট অ্যাটাকে মারা গেছেন। ওই পাইলটের হার্ট অ্যাটাক হওয়ার পর অন্য ক্রুরা জরুরি চিকিৎসার জন্য কাছের বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর বিমানটি অবতরণের সময়ই ওই পাইলট মারা যান। বিমানটি মস্কোর শ্রেমেটিভো বিমানবন্দর থেকে রোববার সকাল ৮টা ২০ মিনিটে যাত্রা করে। অবতরণের সময় নির্ধারিত ছিল ১০টা ৪০ মিনিট। কিন্তু মাঝ আকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ৯টা ৫৭ মিনিটে প্লাটভ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। SHARES আন্তর্জাতিক বিষয়: