মল্লিকা পারভীনের কবিতা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

স্বাধীনতা খুঁজি স্বাধীনতা দেখি

আমি স্বাধীনতা দেখেছি
মায়ের হাতে হাত রেখে গ্রামকে গ্রাম হেটে হেটে
বন্ধুর পথ পাড়ি দিয়ে,
আমি স্বাধীনতা দেখেছি
ঘর ছেড়ে ছুটে আসা পোয়াতি জননীর কাছে,
আমি স্বাধীনতা খুঁজে পেয়েছি
পথে দেখা ভালোবাসার কাছে।

পুটলিতে বেঁধে রাখা ঠিকানাটুকু হারিয়ে
কত শত বার খুঁজেছি –
এক টুকরো কাগজে লেখা চিঠির ভাঁজে
আমি খুঁজে পেয়েছি স্বাধীনতাকে।
আমি স্বাধীনতাকে খুঁজে পেয়েছি
রক্তস্রোতের বানে ভাসা কতগুলো জীবনের কাছে,
আমি এখনো খুঁজে পাই স্বাধীনতা
সন্তানহারা মায়ের চোখের পানিতে।

বিজয়ীদের ছবির ফ্রেমে
আমি খুঁজে পাই স্বাধীনতাকে,
সারাবাংলার বিজয়ের ধ্বনিতে
আজ শুধুই সুরে সুরে বেজে চলেছে –
স্বাধীনতা পেয়েছি লাল সবুজের বিজয় নিশানে।