বিএনপি প্রার্থীর মৃত্যুতে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ গাজীপুর প্রতিনিধি॥ গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখের ঠিক একদিন আগে বুধবার সকালে বিএনপি’র মেয়র প্রার্থী মো. শহীদুল্লাহ শহিদ (৪৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর ফলে মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভার নির্বাচনের রিটানিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করে মেয়র পদে নির্বাচন স্থগিতের ঘোষণা করেন। রিটানিং কর্মকর্তা জানান, মেয়র পদপার্থী (বিএনপি মনোনীত) মো. শহীদুল্লাহ মারা যাওয়ার ফলে নির্বাচন বিধি অনুযায়ী মেয়র পদে নির্বাচন স্থগিত থাকবে। বাকি পদে নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে মেয়র পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে, গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ের মাধ্যমে শ্রীপুর পৌরসভার সাধারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়।গত বৃহস্পতিবার এ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়।আগামী ২৮ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত বৈধ প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ মৃত্যুবরণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মো. শহিদুল্লাহ শহিদ ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তার দেহে করোনার লক্ষণ দেখা দিলে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে। গত ২৮ নভেম্বর প্রথমে তাকে ঢাকার উত্তরা হাই কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত সোমবার দুপুরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মারা গেছেন।’ তিনি আরও বলেন, ‘অন্যদের সঙ্গে গত ১ ডিসেম্বর তিনি বিএনপি দলীয় প্রার্থী হয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’ নির্বাচনে মো. শহীদুল্লাহ শহিদ ছাড়াও মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মো. আনিছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (আমীর, পীর সাহেব চরমোনাই) মনোনীত মুহা. ফরহাদ আহমেদ রফিক মমতাজী’র মনোনয়নপত্র দাখিল করেছেন। SHARES জাতীয় বিষয়: