বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ গ্রেফতার

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

শহর প্রতিবেদক ।।  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাইকোর্ট সংলগ্ন মৎস ভবনের মোড় থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি চলাকালে বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি গাড়ি।
দুপুর ১টার পর হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।