বাগেরহাটে সুভাস দেবনাথের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১ বাগেরহাট প্রতিনিধি ॥ বাগেরহাটের সুভাস দেবনাথের নোংরা মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও প্রসাশনের সহযোগিতা চেয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন মৃত কালিপদ ঘোষের ছেলে নিত্য রন্জন ঘোষ।এসময় তার সাথে তার মামাতো ভাই উজ্জ্বল কুমার দাস উপস্থিত ছিলেন। কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বলেন, গত ০১/১২/২০২০ ইং তারিখে এস,এম হামিদুল হকের কাছ থেকে ৫২ নং খলিশাখালী মৌজার খতিয়ান নং ২০৭ এর ১৪ শতক বাগান সাফ কবলা মুলে আমার স্ত্রী সুমা রানী ব্রক্ষ ও ভগ্নীপতি মিন্টু লালদে ক্রয় করে উক্ত জায়গাটি এলাকার চিহ্নিত মামলাবাজ সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনী অবৈধ ভাবে দখল করার জন্য আমাকে আমার পরিবারের সদস্যদের কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছে ও জীবননাশের হুমকি প্রদর্শন করছে।হুমকির বিষয়টি কচুয়া থানা ইনচার্জ মহোদয়ের কাছে ৭ দিন আগে লিখিত অভিযোগ দেই। এছাড়াও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন,আমি ছাত্র থাকা কালিন সময় ও আমার ২২ বছরের শিক্ষাগত জীবনে যে নোংরা মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ প্রদান করেছে আমি তার তিব্র প্রতিবাদ জানাই।আমার নামে যে ধরনের কূরুচিপূর্ন অশোভন লিখিত মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে।তার কোন ধরনের প্রমাণ বা সত্যতা নেই যা এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ বিশেষ ভাবে অবগত আছেন। প্রিয় সাংবাদিক ও সন্মানিত প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিবেদন বিষয়টি তদন্ত পূর্বক মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে আইন সম্মত ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানাই। এদিন সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনীর সামান্য কিছু তথ্য উপস্থাপন করছি এই বাহিনীর অত্যচারে এলাকার সংখ্যালঘু ও নিরিহ মুসলিম সম্প্রদায় অতিষ্ঠ হয়ে উঠেছে।তাদেরকে জায়গা জমি সংক্রান্ত মিথ্যা মামলায় হয়রানি করছে।বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নামে ব্যাংক থেকে নামে বেনামে টাকা উত্তোলন করে আত্মসাৎতের পায়তারা করছে যার অসংখ্য তথ্য প্রমান আছে।বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কাগজপত্র তৈরি করে এলাকার নিরিহ গ্রাম বাসিকে হয়রানি করছে। নিজেকে যুদ্ধঅপরাধী মামলার স্বাক্ষী হিসাবে উপস্থাপন করে নিজের অপকর্ম ঢাকার জন্য সদা ব্যাস্ত।এসময় সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যদি আমরা মুক্তি যুদ্ধের সময় তাদের পরিবার ও তাদের কি ভূমিকা ছিল তথ্য অনুসন্ধান করি তাহলে তার ও তাদের প্রকৃত স্বরুপ জানতে পারবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ কারিরা প্রসাশনের সহযোগিতা চেয়ে যে মিথ্যাচার করেছে তার তিব্র প্রতিবাদ জানিয়ে এ সমস্ত চিহ্নিত সরযন্ত্র কারিদের হাত থেকে এলাকার সাধারণ মানুষ যেন মুক্তি পায় সে ব্যাবস্থা গ্রহনে দ্রুত পদক্ষেপ কামনা করেন। SHARES সারা দেশ বিষয়: