বাংলাদেশ বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষিত দেশ ! NayaDesh NayaDesh প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। বাংলাদেশ বিশ্বে গড়ে সবচেয়ে দূষিত বায়ুর দেশে পরিণত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল। আজ (২৫ নভেম্বর,সোমবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা ছিল বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে পঞ্চম। যদিও দুপুর ১২টার পর তা ১০তম স্থান করে নেয়। সকাল ৯টায় প্রকাশিত তথ্যে প্রায় ২১ পিএম কম বায়ু দূষণ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তান। তারপরই ছিল ভারত, আফগানিস্তান ও বাহরাইন। সে সময় তাদের তথ্যানুযায়ী, বাংলাদেশে গড় বায়ু দূষণের পরিমাণ ছিল ৯৭ দশমিক ১০, পাকিস্তানের ৭৪ দশমিক ২৭, ভারতের ৭২ দশমিক ৫৪, আফগানিস্তানের ৬১ দশমিক ৮০ এবং বাহরাইনের ৫৯ দশমিক ৮০ পিএম২.৫।আজ সোমবার (২৫ নভেম্বর) ওই সময় ঢাকা শহরে বায়ু দূষণের পরিমাণ ছিল ১৭১ পিএম। তখন ২০৯ পিএম নিয়ে প্রথমে ভারতের দিল্লি, তারপর ১৯২ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর, ১৮৭ পিএম নিয়ে কলকাতা ও ১৮২ পিএম নিয়ে মঙ্গলিয়ার উলানবাতর চতুর্থ স্থানে ছিল। এদিকে, দুপুর ১২টায় দেয়া তথ্যে পাকিস্তানের লাহোরে সর্বোচ্চ একিউআই ছিল ২২০ নিয়ে প্রথম আর ১৫৭ একিউআই নিয়ে বাংলাদেশ ছিল ১০ম স্থানে। ২১০ নিয়ে ভারতের দিল্লি ছিল ২য় স্থানে। উল্লেখ্য, এয়ার ভিজ্যুয়াল ঘণ্টায় ঘণ্টায় বায়ু দূষণের তথ্য হালনাগাদ করে। SHARES আন্তর্জাতিক বিষয়: