বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চমক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ নয়াদেশ ডেস্ক রিপোর্ট॥ অবশেষে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করলো স্বাগতিক জিম্বাবুয়ে। এই দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন টেলর। সবশেষ পাকিস্তানের বিপক্ষে চামু চিবাবা ছিলেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক। অথচ তাকেই রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে। এছাড়া টেস্ট দলে না থাকা শন উইলিয়ামস এবং ক্রেইগ অরভিন রঙিন পোশাকেও স্কোয়াডে জায়গা পাননি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে দল ঘোষণা করতে বেশ কালক্ষেপণ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ম্যাচ শুরুর ১৮ ঘণ্টা আগেও কারও জানা ছিল না কারা খেলছেন জিম্বাবুয়ের ওয়ানডে দলে! তবে জানা গেছে, মারুমাকে দলে রাখা না রাখার সিদ্ধান্ত নিতেই কালক্ষেপণ করেছেন জিম্বাবুয়ের নির্বাচকরা। মারুমা ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ইনজুরি কাটিয়ে দলে ফেরায় স্বস্তি পেতে পারে স্বাগতিকরা। এছাড়া দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স ও মিল্টন শুম্বা। জিম্বাবুয়ে ওয়ানডে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশে কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভারে, টিমিসেন মারুমা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা। SHARES খেলাধুলা বিষয়: