বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা ॥ গ্রেপ্তার সাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাইফুল ইসলাম সাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  রোববার (৭ নভেম্বর) ভাটারা থানা পুলিশের এসআই হাসান মামুন এ আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে রিমান্ড আবেদনের ওপর দুপুর দেড়টার দিকে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে এ বিষয়ে বিচারক আসামিকে কোনো কিছু জিজ্ঞেস না করলেও শুনানির সময় আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারক তখন বলেন, তোমার (আসামি) কথা খাসকামরায় শুনব। পরে তাকে বিচারকের খাসকামরায় নিয়ে যাওয়া হয়।

এর আগে আসামি সাদকে যখন আদালত কক্ষে রিমান্ড শুনানির জন্য ওঠানো হচ্ছিল তখন তিনি সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলছিলেন, ‘এটা মিথ্যা মামলা, ওরা আমাকে জোর করে ফাঁসাইছে। আমাকে অনেক মারধর করছে।’

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর মেজর (অব.) শেখ মোহাম্মদ মিজানুর রাহমান ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন আসামি মিলে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে খুনের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসামি সাদকে ভাড়া করেন করেন তারা।