বন্যার কবলে সাগরে একমাত্র ভাসমান শহর ভেনিস!

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।।  বন্যার কবলে পড়েছে ইতালির সাগরে ভাসমান শহর ভেনিস! এমনটাই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, জোয়ারের পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে শহরটির বেশিরভাগ এলাকা। সাে ঝোড়ো হাওয়া থাকায় দিশহারাবস্থা স্থানীয়দের।

গণমাধ্যমে প্রকাশ করা হয়, সাগরের পানির ওপর গড়ে ওঠা পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিস। মঙ্গলবার ভেনিসে বড় জোয়ার আসে আর ভেসে যায় শহরের ৭০ ভাগেরও বেশি এলাকা।

সেদিন শহরটির সেন্ট মার্কস স্কয়ারের পরিস্থিতিও খারাপ ছিল। দিনের বেলায় ৫০ ইঞ্চি পর্যন্ত বাড়লেও রাতে পানির উচ্চতা ৫৫ ইঞ্চিতে পৌঁছায়। এতে শুধু ভেনিসের উঁচু ব্রিজগুলো ছাড়া পুরো শহরই তলিয়ে থাকে পানিতে। জোয়ারের ৪ ঘণ্টা আগে সাইরেন বাজানোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বন্যা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দা আর পর্যটকরা।

অনেকে জোয়ারের সময়ই ভেনিসে ঘুরতে আসেন পর্যটকরা। কিন্তু এটা পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি এখানকার মানুষের জন্যও ভোগান্তির কারণ।

সংবাদে প্রকাশ করা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারেই ডুবে যায় ভেনিসের নিচু অঞ্চলগুলো। প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রæয়ারিতে এ জোয়ারের পানি আসে।