বঙ্গবন্ধু আমাদের শয়নে স্বপনে বিরাজমান ॥ ড. কলিমউল্লাহ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥ মুজিব শতবর্ষ উপলক্ষে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যাপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৪০তম পর্ব রোববার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা । বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর, রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম, ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক কাজী ফারজানা ইয়াসমিন, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ও চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা শরিফুল ইসলাম ।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটর্স চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু আমাদের শয়নে স্বপনে বিরাজমান।
প্রধান অতিথির বক্তৃতায় আফরোজা বেগম নীলা বলেন, দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধুর দর্শন ধারণ করতে হবে।
ড. আবীর বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখতে হবে। আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধু জাতির নিরাপদ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি নাগরিকের উচিত বঙ্গবন্ধুর মতো নিরাপদ প্রহরী হিসেবে নিজেকে গড়ে তোলা ।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় বক্তারা,বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকী,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান,ফরহাদ চৌধুরী এবং পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম। এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন তাহমিনা নাসরিন ও সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।