বগুড়ায় কলেজ ছুটি দিয়ে নৌকার নির্বাচনী সভা প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ বগুড়া প্রতিনিধি ॥ বগুড়ায় একটি কলেজ ছুটি দিয়ে নৌকার নির্বাচনী সভা করায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজে শনিবার (১৩ নভেম্বর) এই সভা হয়। কলেজে এসে ফিরে যান শিক্ষার্থীরা। এইচএসসি দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী বলেন, “সকাল ১০টায় ক্লাস ছিল। লোক সমাবেশ, জেনারেটর এবং মাইকের শব্দে লেচকার শুনতে পাইনি। শব্দের কারণে পরে স্যারও চুপ করে বসে ছিলেন। সকাল ১০টার দিকে কলেজে গিয়ে দেখা যায়, কলেজমাঠে মঞ্চ বানিয়ে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল বারী শেখের নির্বাচনী সভার আয়োজন চলছে। দলীয় নেতাকর্মীর কোলাহলের মধ্যেই ক্লাস চলছে। পরে আবার সেখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তাছাড়া মাইক বাজে উচ্চস্বরে। কলেজের বারান্দায় আয়োজন করা হয় রান্নাবান্নার। এ অবস্থায় বেলা ১২টা কলেজের ছুটি ঘোষণা করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রশীদ বলেন, “আওয়ামী লীগ নেতারা ফোন দিয়েছিলেন। এখানে কী করার আছে আমার?” তবে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান দায় চাপিয়েছেন অধ্যক্ষের ওপর। তিনি বলেন, অধ্যক্ষের অনুমতি নিয়েই সভার আয়োজন করেছি। ক্লাস চলার বিষয়টি আমার জানা ছিল না। সভায় এসে দেখলাম ক্লাস হচ্ছে। আর নৌকার প্রার্থী সামছুল বারী দায় চাপিয়েছেন আওয়ামী লীগ নেতাদের ওপর। তিনি বলেন, “আমি নৌকার প্রার্থী। দলের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। নেতারা এ বিষয়ে জানেন।” SHARES জাতীয় বিষয়: