প্রেমিক থাকলে তাকে লাথি মেরে বিদায় কর- মেয়েকে কিং খান NayaDesh NayaDesh প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯ নয়াদেশ বিনোদন ডেস্ক।। সিনেমায় রোমান্টিক চরিত্রে অভিনয়ে জুড়ি নেই শাহরুখ খানের। কিন্তু বাস্তবে কি একই রকম ! স্বামী বা বাবা হিসেবে কেমন একথা মোটামুটি শাহরুখ ভক্ত সকলেরই জানা। কারণ, বহুবার এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন স্বামী বা বাবা হিসেবে তিনি একেবারেই নরম প্রকৃতির। সন্তানের প্রতি নরম হলেও সব বিষয়ে যে নরম হতে হবে অর্থাৎ সন্তান যা চাইবে সবই যে ‘হ্যা’ বলবেন তেমনটি কিন্তু নয়। সন্তানদের জীবনযাপনের ব্যাপারে সথেষ্ট সজাগ শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে সুহানা খানের প্রেমের বিষয়ে প্রশ্ন করলে মেয়েকে কঠোর নির্দেশ দিলেন শাহরুখ। বলেছেন, মেয়ে যদি প্রেম করে তাহলে বলব, ওই ছেলেকে এখনই তোমার জীবন থেকে লাথি মেরে বিদায় কর। ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব। এমনকি কেন মেয়ের প্রেমিককে তার পছন্দ নয়, সে উত্তরও মেয়েকে দিতে বাধ্য নন কিং খান। এর আগেও বন্ধু করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে শাহরুখ খান বলেছিলেন, কেউ যদি তার মেয়ের ঠোঁটে চুমু খেতে চায়, তবে সেই ঠোঁট তিনি ছিড়ে ফেলবেন। SHARES বিনোদন বিষয়: