প্রধানমন্ত্রী দুর্যোগবিয়ক স্থায়ী আদেশাবলি’র মোড়ক উন্মোচন করেছেন NayaDesh NayaDesh প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। নতুন ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই মোড়ক উন্মোচন করেন। এরআগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল প্রধানমন্ত্রীর হাতে ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ তুলে দেন। দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলিতে। এর আগে ২০১০ সালে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি সংশোধন করা হয়েছিল। SHARES জাতীয় বিষয়: