প্রধানমন্ত্রীর ১০ বছরের নির্দেশনায় বইয়ের মোড়ক উন্মোচন NayaDesh NayaDesh প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ জ্যেষ্ঠ প্রতিবেদক ।। প্রধানমন্ত্রীর ১০ বছরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার নির্দেশনার ওপর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় ‘একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন: ২০০৯ থেকে ২০১৯’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রতিটি সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা/অনুশাসন প্রদান করে থাকেন। যেসব নির্দেশনা/অনুশাসন মেনে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৯ থেকে ২০১৯ সাল, এই ১০ বছরে দেয়া এমন অনুশাসন/নির্দেশনা নিয়ে একটি বই প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ। এম এ মান্নান বলেন, আপনাদের আমরা প্রায়ই বলি, প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন মন্তব্য, পর্যবেক্ষণ, অনুশাসন একনেক সভায় দেন। যেগুলো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি যেসব অনুশাসন দিয়েছেন, সেগুলো আমরা বই আকারে প্রকাশ করেছি। এগুলো প্রধানত প্রকল্প পরিচালকদের হাতে থাকবে। তাদের অন্যান্য বইয়ের সাথে এটা অবশ্যই প্রতিপালনীয়। SHARES অর্থ ও বাণিজ্য বিষয়: