পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে এই সরকার: ফখরুল

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। গণমাধ্যমও নিয়ন্ত্রণ করছে সরকার। এসব অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কোভিড-১৯ হেল্প লাইন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি।

সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে জনসমস্যা সমাধানে আগ্রহ নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, সরকার পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এ খাতে চরম অব্যবস্থাপনা আর নৈরাজ্য চলছে। শিগগিরই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।