পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি NayaDesh NayaDesh প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ নয়াদেশ রিপোর্ট ।। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ক্যাসিনো ঘটনায় এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সাথে কথা বলেছেন। নেত্রীর নির্দেশনা মোতাবেক তিনি (ওবায়দুল কাদের) তাকে (মোল্লা মোহাম্মদ আবু কাওসার) জানিয়েছেন। অপরদিকে, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন, তিনি এভাবে বলেননি। তার বক্তব্যটা খন্ডিতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমার সঙ্গে ১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের কথা হয়েছে। রাশেদ খান মেননের বক্তব্য নিয়ে তারা নিজেরা আলাপ-আলোচনা করছেন। বিষয়টি যেহেতু আলাপ-আলোচনা পর্যায় রয়েছে সেহেতু এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে। তবে শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে। উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আলোচনায় আসে মোল্লা কাওসার। পরে গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। SHARES আইন আদালত বিষয়: