নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, মুয়াজ্জিন আটক প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১ মজিবুর রহমান পলাশ , নারায়ণগঞ্জ থেকে॥ জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। রোববার (১১ জুলাই) সন্ধ্যা থেকে উপজেলার পাঁচগাঁও এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়। এ সময় জঙ্গি তৎপাতায় জড়িত সন্দেহে এলাকায় ঐতিহ্যবাহী মিয়া বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছেছেন। পুলিশ দাবি করেছে, আব্দুল্লাহ আল মামুন নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তার সাংগঠনিক নাম ‘ডেভিড কিলার’ বা ‘আব্দুল ওয়াকিল আল খলিফা’। আব্দুল্লাহ আল মামুন মসজিদের পাশে ছোট্ট ঘরের আস্তানায় বোমা বানাত বলেও দাবি করেছে পুলিশ। ভেতরে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। ভেতরে কোনো জঙ্গি নেই। তবে বোমা রয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। SHARES জাতীয় বিষয়: